Site icon Jamuna Television

ধর্ষকদের দ্রুত বিচার আইনে শাস্তি দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, যশোর
সারাদেশে শিশু ও নারী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে ও ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবিতে যশোরে মানবন্ধন হয়েছে। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ফ্যামিলি এন্ড সোস্যাল অর্গানিজেশন এর আয়োজনে কয়েকশ’ শিক্ষার্থী মানবন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে দেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এ অবস্থায় দেশের প্রতিটি নাগরিক তার সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধন থেকে অবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের আটক পূর্বক দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

Exit mobile version