Site icon Jamuna Television

নিখোঁজের ৫দিন পর নদী থেকে অ্যাডভোকেটের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিঞা মোঃ হাসান আলী রেজার লাশ লৌহজং নদীতে থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে লৌহজং নদীর টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়ায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টায় ৭৬ বছর বয়স্ক অ্যাডভোকেট মিঞা মোঃ হাসান আলী রেজা তার সাবালিয়া পাঞ্জাপাড়া বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয়ে যান। ঐ এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোর্ট পরিহিত এক যুবকের মোটর সাইকেলের পিছনের চড়ে যাচ্ছেন। আর ফিরে আসেননি। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

Exit mobile version