Site icon Jamuna Television

পাঁচ জেলায় বজ্রাঘাতে ১০ জন নিহত

দেশের পাঁচ জেলায় বজ্রাঘাতে ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে পাবনায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের ।

দুপুরে পাবনার বেড়ায় চাকলা ফুটবল মাঠে পাট ধোয়ার সময় হঠাৎ বজ্রাঘাতে মোতালেব সদ্দার ও তার দুই ছেলে নিহত হয়েছে। তাদের সাথে থাকা রহম আলী নামে এক ব্যক্তিও ঘটনাস্থলেই মারা যান। সকালে সুনামগঞ্জের তাহিরপুরে চিংড়ি ঘেরে কাজ করছিলেন খামারি আরিফুল ইসলাম ও তার ছেলে তারা মিয়া। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। শেরপুরে বজ্রপাতে প্রাণ গেছে চাষি কাশেম মিয়ার। গরু খুঁজতে বের হয়ে শ্রীবরদীর রূপারপাড় এলাকায় বজ্রাঘাতে প্রাণ হারান তিনি। এদিকে, রাজশাহী ও নেত্রকোণায় বজ্রাঘাতে ৩ জন মারা গেছেন।

Exit mobile version