Site icon Jamuna Television

জাতীয় স্মৃতিসৌধে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন তিনদিনের সরকারি সফরে ঢাকা এসে রোববার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সৌধ এলাকায় একটি ‘নাগেশ্বর চাপা’ ফুলের চারা রোপণ ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় তার সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন তাকে স্বাগত জানান।

প্রবেশের পর প্রায় ২০ মিনিট অবস্থানের পর ৯ টা ৩০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করে তিনি সাভারস্থ ডিইপিজেড (পুরাতন) এর দক্ষিণ কোরিয়া মালিকানাধীন ইয়ংওয়ান হাইটেক স্পোর্টস ওয়্যার লি. কারখানা পরিদর্শনে যান। সেখানে কিছু সময় অবস্থানের পর ঢাকা ফিরেন।

Exit mobile version