Site icon Jamuna Television

উদ্বোধনের আগেই চট্টগ্রাম আউটার রিং রোডে ধস

উদ্বোধনের আগেই ধসে পড়েছে চট্টগ্রামের পতেঙ্গায় সাগরের পাশ ঘেঁষে নির্মিত আউটার রিং রোডের ওয়াকওয়ে। এছাড়া খেজুরতলা এলাকার ৩০ মিটার অংশে বড় ধরণের ফাটল দেখা গেছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের কাজের কারণেই এ ঘটনা ঘটেছে।

এদিকে এঘটনার পর ইটের খোয়া এবং মাটি দিয়ে দ্রুত ঢেকে দেয় সিডিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। বেঁড়িবাধ কাম আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের বেশ কিছু কাজ এখনও বাকি, উদ্বোধনও হয়নি, তার আগেই রিং রোড লাগোয়া ওয়াকওয়ের এই দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, ১৭ কিলোমিটার দীর্ঘ রিং রোডের মধ্যে ৫ কিলোমিটার অংশজুড়ে নির্মিত হচ্ছে এই ওয়াকওয়ে।

স্থানীয়রা বলছেন, ওয়াকওয়েতে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে প্রতিনিয়ত। অথচ এটি নির্মিত হচ্ছে, রডের ব্যবহার ছাড়াই, শুধুমাত্র ইট এবং সিমেন্ট দিয়ে। নিম্নমানের এ কাজে বড় ধরণের অনিয়ম দুর্নীতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম।

আড়াই হাজার কোটি টাকার প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইন্টারন্যাশনাল। কাজ শুরু হয় ২০১৬ সালের জুলাইয়ে।

Exit mobile version