Site icon Jamuna Television

শ্রীলঙ্কা সফরে টাইগারদের কোচ সুজন

বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় কোচ স্টিভ রোডসের সঙ্গে সব ধরণের সর্ম্পক ছিন্ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্টিভ রোডসের অধ্যায় শেষ হয়ে যাওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দিতে না পারায় টাইগারদের আপদকালীন কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, স্টিভ রোডস এর সঙ্গে সব সম্পর্ক চুকে গেছে। আমাদের হাতে আর কোন বিকল্প নেই। আর সুজনও তৈরি আছে। তাই আমরা হয়তো তার হাতেই কোচিংয়ের দায় দায়িত্ব তুলে দিচ্ছি। সবকিছু ঠিক থাকলে সুজনই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

স্টিভ রোডসের আগে জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে চাকরি থেকে সেচ্ছায় অব্যাহতি নেয়ার পর খালেদ মাহমুদ সুজন ছিলেন মাশরাফীদের কোচ। কিন্তু সেই সময় বাজে পারফর্ম্যান্সের কারণে জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজারের ভূমিকা পালন করা খালেদ মাহমুদ সুজন লংকা সফরে কোচের দায়িত্ব পালন করবেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৩ তারিখ কলম্বোর উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ দল।

সফরে স্বাগতিকদের সঙ্গে ২৬, ২৮ এবং ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলবে টাইগাররা। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আগামী ১৭ জুলাই জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।

Exit mobile version