Site icon Jamuna Television

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার ওই ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে।

খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।\

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের চারতলার পশ্চিম পাশের একটি কক্ষে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হলো, প্রাথমিকভাবে তা নির্ধারন করা সম্ভব হয়নি।

Exit mobile version