Site icon Jamuna Television

রূপগঞ্জে পিকআপ ভ্যানের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পিকআপ ভ্যানের সাথে নসিমনের মুখোমুুখি সংর্ঘষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাচঁপুর হাইওয়ে পুলিশের (ওসি ) আব্দুল কাইয়ুম আলী সরদার।

তিনি জানান, রূপগঞ্জের কর্ণোগোপ এলাকায় কাচপুর থেকে ভুলতাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের চালক রাব্বি (২৬) এবং পিকআপ ভ্যানে থাকা একটি গার্মেন্ট কোম্পানীর শ্রমিক শাহাবুদ্দিন (২৯) ও জাহাঙ্গীর (৩০) নিহত হয়। আহত হয় পিকআপ ভ্যানের চালক ও হেলপার। দুর্ঘটনার পরপর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি কাইয়ুম আলী সরদার জানান, নিহতের স্বজনরা কাচঁপুর হাইওয়ে থানায় এসে লাশ সনাক্ত করতে আবেদন করেছে।

Exit mobile version