Site icon Jamuna Television

কেরা‌নিগ‌ঞ্জের আব্দুল্লাহ ও সেন্টু হত্যা: কা‌শিমপুর কারাগা‌রে আসামীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজীপুর প্রতিনিধি:
২০০২ সা‌লে ঢাকার কেরা‌নিগ‌ঞ্জে গু‌লি ক‌রে ২জন‌কে হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী চাঁন মিয়া ওরফে চান্দুর (৫৫) মৃত্যুদণ্ড কার্যকর করা হ‌য়ে‌ছে।

বুধবার রাত ১০ টা ১ মি‌নি‌টে গাজীপু‌রের কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রে ফাঁ‌সিতে ঝু‌লি‌য়ে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চাঁন মিয়া ওরফে চান্দু মাদারীপু‌রের শিবচর থানার ৮নং চর এলাকার মৃত অকিল শিকদারের ছে‌লে। ওই সময় তি‌নি কেরা‌নিগ‌ঞ্জ থানার রহমতপুর এলাকার থাক‌তো।

কা‌শিমপুর হাই‌সি‌কিউ‌রি‌টি কেন্দ্রীয় কারাগা‌রের ‌সি‌নিয়র জেল সুপার মো. শাহজাহান আহ‌মেদ জানান, চাঁন মিয়া ওরফে চান্দু কেরা‌নিগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়া হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামী ছিল। তার মামলা নং ৩৭(০২)০২ ধারা ৩০২/৩৪। মামলার সকল কার্যক্রম শেষ হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে রাত ১০ টা ১ মি‌নি‌টে তার মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হ‌য়ে‌ছে। ২০০৪ সাল থে‌কে চাঁন মিয়া ওরফে চান্দু এ কারা ব‌ন্দি ছিল।

উল্লেখ্য, ২০০২ সা‌লে ১৬ ফেব্রুয়া‌রি কেরা‌নিগ‌ঞ্জে আমির আব্দুল্লাহ হাসান ও সেন্টু মিয়াকে প্রকাশ্য গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

Exit mobile version