Site icon Jamuna Television

নওগাঁয় পুলিশের মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর মডেল থানা চত্বরে সচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো.ইকবাল হেসেন (পিপিএম)।

জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানের এলাকার ড্রেন, নালা, ময়লা পরিষ্কার করে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.সোহরাওয়ার্দী হোসেন, ওসি তদন্ত মো.ফয়সাল বিন আহসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version