Site icon Jamuna Television

‘ফাঁকা রাজধানীর নিরাপত্তায় থাকবে র‍্যাব সদস্যরা’

ঈদ উল আযহার সময় ফাঁকা রাজধানীর সার্বিক নিরাপত্তায় র‍্যাব সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদ জামাতের নিরাপত্তায় জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তায় কাজ করবে র‍্যাব। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে কাজ করছে র‍্যাব সদস্যরা।

লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানীর দেয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version