Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয় প্রেসিডেন্ট মুন জে ইনের বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, সিউলের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসতে রাজি নয় পিয়ংইয়ং। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া। মহড়াকে ‘যুদ্ধের প্রস্তুতি’ বলেও অভিহিত করে পিয়ংইয়ং।

দু’দেশের শান্তি আলোচনায় গঠিত উত্তর কোরিয় কমিটির মুখপাত্র জানান, সিউলের মার্কিনপন্থি একেপেশে নীতির কারণেই তাদের সাথে কোনো আলোচনায় যাওয়া অর্থহীন।

Exit mobile version