
ছবি: সংগৃহীত।
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে রুশ সেনারা ধরে নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের কর্মকর্তারা।
টুইটারে ইউক্রেনের পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়, দশ জনের একটি দল মেলিতপোলের মেয়র ইভান ফেদোরভের মাথায় ব্যাগ চাপিয়ে তাকে জিম্মি করেন। ফেদোরভ শত্রু বাহিনীকে সাহায্য করতে চাননি। শনিবার (১২ মার্চ) খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।

এদিকে শুক্রবার দেওয়া এক ভিডিও বার্তায় মেলিতপোলের মেয়রকে ধরে যাওয়ার সংবাদ নিশ্চিত করে জেলেনস্কি বলেন, মেয়র ফেদোরভ তার দেশ ও তার শহরের মানুষকে সাহসের সঙ্গে রক্ষা করেছেন। এটি আক্রমণকারী ব্যক্তিদের দুর্বলতার ইঙ্গিত। রাশিয়া এখন নতুন ধরনের সন্ত্রাস চালাচ্ছে। তার জনপ্রতিনিধিদের গুম করতে চায়।
ভিডিও বার্তায় ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসের সাথে তাদের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন ভলোদোমির জেলেনস্কি। রাশিয়ান মায়েদের প্রতি অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আপনাদের সন্তানকে বিদেশে যুদ্ধ করতে পাঠাবেন না। নিশ্চিত হন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, এবং যদি আপনার মনে বিন্দুমাত্রও সন্দেহ হয় যে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে, তাহলে সাথে সাথে তৎপর হন।
জেডআই/



Leave a reply