
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ বছরের আয়কর প্রদানের তথ্য প্রকাশ করলো, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষ। এরমাধ্যমে দীর্ঘদিন ধরে চলা লড়াইর অবসান ঘটলো। খবর রয়টার্সের।
এমন সময় তথ্যগুলো প্রকাশ হলো, যখন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করবে রিপাবলিকানরা। গেলো মাসেই সুপ্রিম কোর্টে সমঝোতা হয় ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের সংশোধিত আয়করের তথ্য প্রকাশ নিয়ে লড়াইয়ের। ৭৬ বছর বয়সী ট্রাম্পের জন্য এটি বড় ধাক্কা। কারণ ২০২৪ সালে আবারও তিনি প্রেসিডেন্ট পদে লড়াইর ঘোষণা দিয়েছেন।
২০১৯ সালে, প্রতিনিধি পরিষদের ওয়েজ কমিটি ডোনাল্ড ট্রাম্পের আয়কর প্রদানের তথ্য চায়। অভিযোগ আনা হয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প। মানেননি ট্যাক্স রিটার্নের আইন। ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর আয়কর প্রদানের কোন তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। যা দেশটির কয়েক দশকের প্রেসিডেন্সিয়াল ইতিহাসে রেকর্ড।
এটিএম/



Leave a reply